করোনাভাইরাসে ভারতে একদিনে আরও ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৭৭১ জন। শনিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৩১৫। এছাড়া মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৫৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ হাজার ৯৪ হাজার ২২৭ জন।
বর্তমানে দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৩৫ হাজার ৪৩৩টি।
করোনায় দেশেটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৭৬ জনের।
দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪ হাজার ৩২৯ জন। সেখানে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৫ জন।
এদিকে রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। সেখানে এখন পর্যন্ত ২৯২৩ জন মারা গেছে।
এদিকে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৮৮। সেখানে এখন পর্যন্ত মারা গেছে ৭১৭ জন।