logo
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ১৬:২৪
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় ৫ জন নিহতের একদিন পরই দেশটির আরেক রাজ্য নিউ অরলিন্সে বন্দুকধারীর হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং সাতজনের বেশি আহত হয়েছেন।

নগর পুলিশের মুখপাত্র আরোন লুনি এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় সময় শনিবার রাতে নিউ অরলিন্সের ক্লাইবোর্ন এভিনিউ এ গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলটি ফ্রেন্স কোয়ার্টার থেকে তিন মাইল দূরে অবস্থিত।

পুলিশের বিবৃতি অনুযায়ী, দুই বন্দুকধারী ভিড়ের মধ্যে বড় রাইফেল এবং হ্যান্ডগান দিয়ে অতর্কিতে গুলি ছোঁড়ে। এসময় দুইজন পুরুষ এবং একজন মহিলা নিহত হয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।

আহতদের হাসপাতালে নেয়া হলেও তাদের প্রকৃত অবস্থা জানায়নি পুলিশ। বন্দুকধারীদের গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।

শহরের মেয়র লাটোয়া ক্যান্ট্রেল এক বিবৃতিতে বলেছেন, 'নিউ অরলিন্স এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। তিন জন নিহত হয়েছেন এটাই শেষ ঘটনা হোক। এটি কোনো স্থানেই গ্রহণযোগ্য নয়।'

তবে এই বন্দুক হামলার কোনও কারণ এখনও জানত পারেনি পুলিশ। এছাড়া হামলাকারী সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com