logo
আপডেট : ৫ জুলাই, ২০২০ ১০:৩৪
দিবালা-রোনালদোর নৈপুণ্যে ৪-১ গোলে তোরিনোর হার

দিবালা-রোনালদোর নৈপুণ্যে ৪-১ গোলে তোরিনোর হার


অনলাইন ডেস্ক
তোরিনোর বিপক্ষে দিবালা-রোনালদোর নৈপুণ্যে ৪-১ গোলে জয় পেলেন রোনালদোরা। শনিবার তোরিনোকে সহজে হারিয়ে সেরি আর মুকুট ধরে রাখার পথে আরও এগিয়ে যায় জুভেন্টাস। 
এদিন মাঠে খেলতে নেমে পাওলো দিবালা তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নিলেন। ২৯তম মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে নিজে শট না নিয়ে ছোট করে কুয়াদরাদোকে বাড়ান রোনালদো। এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার এই মিডফিল্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকে তোরিনোকে ম্যাচে ফেরান আন্দ্রেয়া বেলোত্তি। ৬১তম মিনিটে বাঁকানো ফ্রি-কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো। দ্বিতীয়ার্ধের শেষ দিকে দগলাস কস্তার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে জিজি নিজেদের জালে বল জড়ালে তোরিনোর বড় ব্যবধানের হার নিশ্চিত হয়ে যায়।
৩০টি ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইতালিয়ান সেরি আয় জেতা জুভেন্টাস। আর চলতি লিগে এ নিয়ে মাওরিসিও সাররির দল ২৪তম জয় পেল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com