logo
আপডেট : ৫ জুলাই, ২০২০ ১৭:৪৫
‘কলঙ্কিনী রাধা’ নিয়ে বিতর্কের ঝড়, গানের কথা পরিবর্তন

‘কলঙ্কিনী রাধা’ নিয়ে বিতর্কের ঝড়, গানের কথা পরিবর্তন


সম্প্রতি রিলিজ হওয়া অনলাইন স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সের একটি মুভিতে ‘কলঙ্কিনী রাধা’ শিরোনামের জনপ্রিয় বাংলা লোকগীতিটি ব্যবহার করা হয়েছে। গানটি অনেককাল আগের। অনেকেই গেয়েছেন। এখনো মানুষের মুখে মুখে ঘোরে ‘কলঙ্কিনী রাধা’ শিরোনামের এই লোকসংগীতটি। 
কিন্তু আনুশকা শর্মার প্রযোজনা সংস্থার ওয়েব সিরিজ ‘বুলবুল’ এ গানটি ব্যবহার হওয়ার পর হঠাৎ করেই বিতর্ক হচ্ছে গানটি নিয়ে। এতেই মারাত্মকভাবে খেপেছেন ভারতের হিন্দুত্ববাদীরা। এর জেরে নেটফ্লিক্স বয়কটের ডাক দিয়েছেন তারা। মুভিটির নাম ‘বুলবুল’। এবার এসব সমালোচনার জবাব দিয়েছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 
অনির্বাণ প্রতিবাদ জানাতে গিয়ে বদলে দিয়েছেন গানের কথা। লিখেছেন, ‘ও কি ও গরবিনী রাধা, কদম ডালে বসে আছে, কানু সাহেবজাদা। এবার ঠিক আছে ? শুধু লাইন পরিবর্তনই নয়, বাংলা হ্যাশট্যাগে অনির্বাণ লিখেছেন, #ভাবাবেগম্যাটার্স।’ অনির্বাণের পোস্টে অনেকে তার পক্ষও নিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com