logo
আপডেট : ৫ জুলাই, ২০২০ ১৮:২১
করোনায় মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি
নিজস্ব প্রতিবেদক

করোনায় মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি


করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ও ফার্মাকোলজির অধ্যাপক ডা. একেএম নুরুল আনোয়ার।
চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেওয়ার পর ২০০১ সালে ডা. একেএম নুরুল আনোয়ার ইব্রাহিম মেডিকেল কলেজে উপাধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। ২০০৬ সালে তিনি ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ হন। ২০১১ সালে ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি অবসরে যান।  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com