logo
আপডেট : ৫ জুলাই, ২০২০ ১৮:৪৮
সিরাজগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে মৃত্যু


সিরাজগঞ্জের কাজিপুরে চাচাতো ভাইয়ের হাসুয়ার আঘাতে আব্দুল বাছেদ (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে উপজেলার পাটাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওই গ্রমের মৃত আবু হোসেন আলীর ছেলে। 
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, পারিবারিক কোন্দলের জের ধরে দুপুরে চাচাতো ভাই আবু শাহীনের সঙ্গে কথা কাটাকাটি হয় আব্দুলের। এক পর্যায়ে শাহীন তার হাতে থাকা হাসুয়া দিয়ে আব্দুলের গলায় আঘাত করেন। গুরুত্বর অবস্থায় বাছেদকে কাজিপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তিনি জানান, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com