logo
আপডেট : ৫ জুলাই, ২০২০ ১৮:৪৯
করোনার মধ্যেই হোয়াইট হাউসে ট্রাম্পের পার্টি
অনলাইন ডেস্ক

করোনার মধ্যেই হোয়াইট হাউসে ট্রাম্পের পার্টি


প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে হোয়াইট হাউসে পার্টির আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উপেক্ষা করেই এই আয়োজন করেন তিনি। শনিবার হোয়াইট হাউসের সামনে শত শত মানুষকে ভিড় করতে দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, পার্টিতে আমন্ত্রিতদের মধ্যে রয়েছে সেইসব স্বাস্থ্যকর্মীও; যারা দীর্ঘ সময় ধরে করোনা মোকাবিলায় কাজ করছে। ওয়াশিংটন সিটি মেয়র মুরিয়াল বাউজার বলেন, আমরা শহরবাসীকে ছুটির দিনটিতে বাইরে বের না হওয়ার ব্যাপারে সতর্ক করছি।
পরে সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা নিজেদেরই জিজ্ঞেস করে দেখুন তো। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে যাওয়ার কি কোনও দরকার ছিল?’
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শুক্রবার রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। পরিসংখ্যানে একদিনে ৫২ হাজার ৩শ’ মানুষ আক্রান্ত হওয়ার তথ্য উঠে আসলেও তা ট্রাম্পকে দমাতে পারেনি। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com