logo
আপডেট : ৫ জুলাই, ২০২০ ২০:২৩
পুলিশ মোতায়েনের পর বন্ধ হলো ‘চাঁদাবাজি’
নিজস্ব প্রতিবেদক

পুলিশ মোতায়েনের পর বন্ধ হলো ‘চাঁদাবাজি’


হিলি পানামা পোর্ট ১ নং গেইটে ট্রাক মালিকসহ বিভিন্ন সংগঠনের নামের অবৈধভাবে টাকা উত্তোলন বন্ধ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার সকাল থেকে স্থলবন্দরের প্রবেশ পথের ১ নং গেটে পুলিশের একটি দল অবস্থান নেয়।
এদিকে পুলিশের অবস্থানের পর থেকেই কোনপ্রকার রশিদ ছাড়াই বন্দরে প্রবেশ করছে পণ্য নিতে আসা বাংলা ট্রাক। পুলিশের এমন উদ্দ্যেগে খুশি ট্রাক-চালক ও স্থানীয় ব্যবসায়ী মহল।
এদিকে অবৈধভাবে টাকা উত্তোলনের কথা অস্বীকার করে ট্রাক মালিক গ্রুপের সভাপতি বলেন, এখানে কোন চাঁদাবাজি করা হয় না। তবে পুলিশের এমন উদ্দ্যেগে একদিকে যেমন যানজট কমবে, অন্যদিকে বন্দর থেকে দ্রুত গতিতে পণ্য ছাড়করণ করা সম্ভব হবে।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, যানজট নিরসন ও অনিয়ম বন্ধ করতে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গেটে অবস্থান করছেন পুলিশ সদস্যরা।
তবে স্থানীয় এক ব্যবসায়ী জানান, প্রতিদিন এই বন্দরে ৩শ'র অধিক বাংলা ট্রাক পণ্য নিতে আসে। আর এসব ট্রাকের চালকের কাছ থেকে বিভিন্ন সংগঠনের নামে নেয়ায় হয় ১৩৫০ টাকা করে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com