logo
আপডেট : ৬ জুলাই, ২০২০ ১৭:৩২
কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু


কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গে এক কিশোরীসহ ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সাজেদা জানান, আইসিইউতে মারা যাওয়াদের মধ্যে একজন হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলঘর এলাকার মো. কাউছারের মেয়ে সুরাইয়া আক্তার (১৮) এবং কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে আবদুর রহিম (৬২)।
প্রসঙ্গত, কুমিল্লা মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত করোনা পজিটিভ ৬২ জন এবং করোনা উপসর্গে ৬১ জনের মৃত্যু হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com