logo
আপডেট : ৬ জুলাই, ২০২০ ১৯:১৭
বিষখালী নদী থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্বার
নিজস্ব প্রতিবেদক

বিষখালী নদী থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্বার


বরগুনার বামনা উপজেলার বিষখালী নদী থেকে অজ্ঞাত এক পুরুষের (৩৫) মরদেহ উদ্বার করেছে বামনা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুরে রামনা ইউনিয়নের বিষখালী নদীর পাড়ে অবস্থিত ইটের ভাটা সংলগ্ন নদীর তীরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় গলিত অবস্থায় মরদেহটি উদ্বার করে। বিবস্ত্র গলিত ওই মরদেহটি স্থানীয়রা সনাক্ত করতে পারেনি।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহটি ৫/৬ দিনের হওয়ায় গলে বিকৃত হয়ে গেছে। স্থানীয়রা সনাক্ত করতে না পারায় আমার মৃতদেহের ছবি দেশের সকল থানায় ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি। লাশ ময়না তদন্তের জন্য বিকালে বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ একটি সাধারন ডাইরী করেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com