logo
আপডেট : ৬ জুলাই, ২০২০ ১৯:১৮
হামাস প্রধানের চিঠির জবাবে যা বললেন খামেনি
অনলাইন ডেস্ক

হামাস প্রধানের চিঠির জবাবে যা বললেন খামেনি


ফিলিস্তিনের নির্যাতিত জনগণের মুক্তির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগঠনগুলোর প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করেছেন তিনি।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার পাঠানো একটি চিঠির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা এ সমর্থন পুনর্ব্যক্ত করেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনির চিঠির বিষয়বস্তু সোমবার বিভিন্ন ইরানি গণমাধ্যমে প্রকাশ করা হয়।
এতে তিনি বলেন, অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে সংগ্রামের কারণে ফিলিস্তিনি জাতির সম্মান ও মর্যাদা বেড়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা তার চিঠিতে আরো বলেন, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলো এখন পর্যন্ত শত্রুর হুমকি ও প্রলোভনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে গেছে যার ফলে তাদের সম্মান ও মর্যাদা বেড়েছে।
ইহুদিবাদী শত্রুদের ষড়যন্ত্রের মোকাবেলায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com