logo
আপডেট : ৬ জুলাই, ২০২০ ১৯:২৫
বার্সাতেই থাকছেন মেসি: বার্তোমেউ

বার্সাতেই থাকছেন মেসি: বার্তোমেউ


দিনকয়েক আগেই স্প্যানিশ রেডিও কাদেনা সেরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে আর নতুন করে চুক্তি করবেন না লিওনেল মেসি। তবে এ ব্যাপারটি সত্য নয় বলে দাবী করেছেন বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। তার বিশ্বাস কিং লিও কাতালান শিবিরেই ক্যারিয়ারের ইতি টানবেন।
বার্তোমেউ বলেছেন, 'আমি এখনই বিস্তারিত কিছু বলবো না। তবে মেসি নিজেই অসংখ্যবার বলেছে, সে তার ফুটবল ক্যারিয়ার বার্সেলোনাতেই শেষ করবে।'
এসময় মেসির বার্সায় থাকার নিশ্চয়তা দিয়ে বার্তেমেউ বলেন, ‘আমরা আপাতত প্রতিযোগিতার কথা ভাবছি এবং বেশ কিছু খেলোয়াড়ের ব্যাপারে আলোচনা চলছে। মেসি এখানেই খেলতে চায় এবং ক্যারিয়ার শেষ করতে চায়। তার এখনও অনেক বছর বাকি এবং আমরা আরও অনেক তার খেলা উপভোগ করতে পারবো।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com