logo
আপডেট : ৮ জুলাই, ২০২০ ১২:০৩
জাপানে বন্যা-ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩

 জাপানে বন্যা-ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩


অনলাইন ডেস্ক
ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় দ্বিগুণ লোক নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
এক বিবৃতিতে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদি সুগা বলেছেন, ‘৯ (জুলাই) পর্যন্ত মেঘ বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তা পশ্চিম থেকে পূর্ব জাপান পর্যন্ত বিশাল এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে।’
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ১২টি প্রিফেকচার জুড়ে ৭১টি ভূমিধস হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com