logo
আপডেট : ৮ জুলাই, ২০২০ ১৯:০৯
বিপুর পরিমাণ মাদকসহ তিনজন আটক
নিজস্ব প্রতিবেদক


বিপুর পরিমাণ মাদকসহ তিনজন আটক


বরিশালের নগরী ও উজিরপুর উপজেলা থেকে ৭৮৩ বোতল ফেনসিডিল, ৯১ কেজি গাঁজা ও ৭ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বুধবার বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর এ তথ্য জানান।
আটক মদক ব্যবসায়ীরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া গ্রামের খাদেম আলী ফকিরের ছেলে সিরাজুল ইসলাম ফকির, বাকেরগঞ্জ উপজেলার হলতা চরাদি এলাকার মোতালেব হাওলাদারের ছেলে লিটন হাওলাদার এবং উজিরপুর থেকে আটক করা হয় ফাতেমা আক্তারকে।
মেজর মো. জাহাঙ্গীর জানান, বুধবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপাতলী গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৭৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপটি জব্দ এবং সাথে থাকা সিরাজুল ও লিটনকে আটক করা হয়।
অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামে হুমায়ুন কবিরের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৯১ কেজি গাঁজা ও ৭ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় হুমায়ুন কবিরের স্ত্রী ফাতেমা আক্তারকে আটক করে র‌্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com