logo
আপডেট : ৮ জুলাই, ২০২০ ১৯:২০
এফডিসির শুটিং ফ্লোর ভেঙে নির্মাণ হচ্ছে ১৫ তলা ভবন
নিজস্ব প্রতিবেদক

এফডিসির শুটিং ফ্লোর ভেঙে নির্মাণ হচ্ছে ১৫ তলা ভবন


ভেঙে ফেলা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৩ ও ৪ নাম্বার ফ্লোর। একসময় এই ফ্লোরগুলো থাকতো বেশ ব্যস্ত। দিনের পর দিন শুটিং হতো আর মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মত। তবে ব্যস্ততম এই শুটিং ফ্লোর দুইটি ভেঙে ফেলা হচ্ছে। এফডিসির আধুনিকায়ন করার জন্য সেখানে নির্মাণ হতে যাচ্ছে ১৫ তলা ভবন।
গত ৫ জুলাই থেকে ফ্লোর দুইটি ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানান ১৫ তলা ভবন নির্মাণ প্রজেক্টের সহকারী পরিচালক আইয়ুব আলী।
তিনি বলেন, এফডিসিতে বাণিজ্যিক ভবন তৈরির পরিকল্পনা অনেক আগের। মন্ত্রণালয় এই প্রজেক্ট পাস করেছে। ভবনটি নির্মাণের পর দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ থাকবে। কবিরপুর ফিল্ম সিটি এখন শুটিং করার জন্য প্রস্তুত আছে, সেখানে চাইলে যে কেউ শুটিং করতে পারবেন।
করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এমনতেই এফডিসিতে সিনেমার শুটিং বন্ধ ছিল। তাই বেশ কয়েকমাস এফডিসির ফ্লোর ফাঁকা পড়ে ছিল। সিনেমার পাশাপাশি ৩ ও ৪ নাম্বার ফ্লোরে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের শুটিং হতে দেখা যেত।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com