ঝিনাইদহের হরিণাকুন্ডুতে রাজস্ব খাতের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের প্রদর্শনীর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলার হরিণাকুন্ডু উপজেলার মান্দারতলা জোড়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবসের আয়োজন করে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আরশেদ আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমিন, হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, এসএপিপিও মণিশংকর বিশ্বাস, মান্দারতলা জোড়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম।
মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা রোপা আমনের বীজতলা, বর্তমান মাঠ ফসল, আমনের সমকালীন বিষয়ে এবং করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এছাড়া করোনা পরিস্থিতিতে কুষি বাজারজাতকরণ, খাদ্য নিরাপত্তাসহ কৃষকদের নানা বিষয়ে অবহিত করা হয়।