logo
আপডেট : ৮ জুলাই, ২০২০ ১৯:৫০
দিনাজপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে ঘরের চাবি হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে ঘরের চাবি হস্তান্তর


দিনাজপুরের হাকিমপুরে মৃত মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুর রাজ্জাকের পরিবারের কাছে একটি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে হাকিমপুর উপজেলার ফকিরপাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী সফুরা বেওয়ার হাতে চাবি হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৬ পদাতিক ব্রিগেডের ৪ হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মামুনুর রহমান সিদ্দিকি।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর কল্যাণ তহবিলের অর্থায়নে দরিদ্র মুক্তিযোদ্ধা সেনা সদস্য পরিবারের জীবন যাত্রার মান উন্নয়নে গৃহহীন প্রকল্পের মাধ্যমে এ পাকা টিনসেড ঘর উপহারের ব্যবস্থা করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঘর পেয়ে সফুরা বেওয়া জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে একটি টিন সেটের বাড়ি উপহার দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে সন্তানদের নিয়ে সেই ঘরে বসবাস করতে পারবো।
এদিকে খোলাহাটি ক্যান্টমেন্টের ৪ হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মামুনুর রহমান সিদ্দিকি জানান, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে গৃহহীন মুক্তিযোদ্ধা সেনা সদস্য পরিবারের জীবনযাত্রা মান উন্নয়নের এই গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়িত করার পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় হাকিমপুরে ৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা সেনা সদস্য মৃত আব্দুর রাজ্জাকের পরিবারকে এ ঘরটি দেওয়া হয়। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com