অনলাইন ডেস্ক
স্লোভেনিয়ায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন ৪ জুলাই কাঠের তৈরি ভাস্কর্যটি পুড়িয়ে দেওয়া হয়। পরের দিন সেটিকে সরিয়ে ফেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী এবং বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া একজন অভিবাসী। তার জন্ম স্লোভেনিয়াতে। মডেলিংয়ের জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ছিলেন। সেই সূত্রেই ব্যবসায়ী ট্রাম্পের সঙ্গে তার পরিচয়। ২০০৫ সালে তারা বিয়ে করেন। ব্যারন নামে তাদের একটি পুত্র সন্তানও আছে।
২০১৯ সালের জুলাইয়ে কাঠের ওই ভাস্কর্যটি মেলানিয়ার নিজ শহরে স্থাপন করা হয়েছিল। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মেলানিয়া যেভাবে পোশাক পরেছিলেন সে আদলেই ভাস্কর্যটি করা হয়। এটির ভাস্কর ব্রাড ডাউনি।