logo
আপডেট : ১০ জুলাই, ২০২০ ১৭:১২
করোনায় মারা গেলেন অভিনেতা স্বপন সিদ্দিকী
প্রথম বাংলাদেশ ডেস্ক

করোনায় মারা গেলেন অভিনেতা স্বপন সিদ্দিকী


করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন নাট্য নির্মাতা-অভিনেতা স্বপন সিদ্দিকী। শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ।
আনজাম মাসুদ জানান, গেল কয়েকদিন আগে স্বপন ভাইয়ের করোনা শনাক্ত হয়। বাসায় তার চিকিৎসা করা হচ্ছিল। আজ অসুস্থ বেশি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন। তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। এছাড়া স্বধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com