logo
আপডেট : ১২ জুলাই, ২০২০ ১২:০৮
ব্রাজিলে ১৮ লাখ ছাড়াল আক্রান্ত, একদিনে মৃত্যু সহস্রাধিক

ব্রাজিলে ১৮ লাখ ছাড়াল আক্রান্ত, একদিনে মৃত্যু সহস্রাধিক


অনলাইন ডেস্ক
ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৭১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৬৯।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, ব্রাজিলে শেষ একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৪৭৪ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জনে।
কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোও। গত মঙ্গলবার করোনা পজিটিভ শনাক্ত হন তিনি। তবে, করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বোলসোনারো বলেছেন, তিনি এরইমধ্যে বেশ ভালো অনুভব করছেন এবং হাইড্রোক্সিক্লোরোকুইনের তৃতীয় ডোজ নিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com