logo
আপডেট : ১২ জুলাই, ২০২০ ১৬:০৫
আবারও বিয়ের পিঁড়িতে ক্রিকেটার মোসাদ্দেক

আবারও বিয়ের পিঁড়িতে ক্রিকেটার মোসাদ্দেক


অনলাইন ডেস্ক
আবারও বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেকের দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। তার বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়। 
গত শুক্রবার (১০ জুলাই) ঘরোয়া পরিবেশে শুধু পরিবারের সদস্যদের  বিয়ে করেছেন ২৪ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। গতকাল শনিবার (১১ জুলাই) রাতে নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুকের প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে এক যুগল ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’
এর আগে ২০১২ সালে আপন খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করেছিলেন সৈকত। পারিবারিকভাবে মনোমালিন্য হওয়ায় প্রথম স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com