logo
আপডেট : ১৩ জুলাই, ২০২০ ১৭:১৮
জয়পুরহাটে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার


জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ী ব্রিজ এলাকা থেকে ১৯৬ বোতল ফেনসিডিলসহ আবু জাফর বাবু (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু জাফর বাবু সদর উপজেলার জগদিশপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কাম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, সদর উপজেলার কুঠিবাড়ী ব্রিজ এলাকায় মাদকের একটি চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় একটি ভটভটি আটক করে তল্লাশি করলে ১৯৬ বোতল ফেনসিডিলসহ আবু জাফরকে হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু জাফর স্বীকার করে অনেকদিন থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ভটভটিযোগে বিভিন্ন স্থানে সরবরাহ করতো। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com