logo
আপডেট : ১৩ জুলাই, ২০২০ ১৭:৪৪
হাইয়া সোফিয়ায় ২ ইমাম ও ৪ মুআজ্জিন নিয়োগ
অনলাইন ডেস্ক

হাইয়া সোফিয়ায় ২ ইমাম ও ৪ মুআজ্জিন নিয়োগ


হাইয়া সোফিয়া মসজিদে নিয়োগ পেলেন ২ ইমাম ও ৪ মুআজ্জিন। তার্কিশ মিনিট এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের প্রধান অধ্যাপক ড. আলি আরাবাশ। ১০ জুলাই তুরস্কের সর্বোচ্চ আদালত হাইয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের রায় দেয়। ধর্মবিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামী ২৪ জুলাই শুক্রবার থেকে তাতে নিয়মিত নামাজ শুরু হবে।
রোমের সম্রাট জাস্টিনিয়ান প্রথম এর রাজত্বকালে ৫৩৭ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়। তখন থেকেই এটি বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ স্থান এবং একটি সর্বপ্রথম পূর্ণঝুলন্ত গম্বুজ।
১৪৫৩ সালে সুলতান মুহাম্মাদ ফাতিহ ইস্তাবুল বিজয় করে তা ক্রয় করে এবং মসজিদ হিসেবে ওয়াকফ করে দেয়। ৪৮১ বছর পর ১৯৩৪ সালের ২৪ নভেম্বর কামাল আতাতুর্কের মন্ত্রীপরিষদ এটিকে জাদুঘরে পরিণত করে। ৮৬ বছর পর আবার তা মসজিদ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com