logo
আপডেট : ১৩ জুলাই, ২০২০ ১৭:৪৭
গুলিতে নিহত টটেনহাম তারকার ভাই
নিজস্ব প্রতিবেদক

গুলিতে নিহত টটেনহাম তারকার ভাই


টটেনহাম হটস্পার্সের তারকা ডিফেন্ডার সার্জ অরিয়েরের ভাই ক্রিস্টোফার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অরিয়েরের ভাই ক্রিস্টোফার ফ্রান্সের টলুজের পঞ্চম বিভাগের একটি দলের হয়ে ফুটবল খেলতেন।
ফ্রান্সের সংবাদমাধ্যমের সূত্রে, ক্রিস্টোফারের পেটে বেশ কয়েকটি গুলির চিহ্ন পাওয়া গেছে। টলুজের পাশে একটি নৈশ্যক্লাবের পাশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা থাকে মৃত বলে ঘোষণা করেন।
ক্রিস্টোফার আরসি লেন্সের হয়েও অনুশীলন করতেন। এখানে তার বড় ভাই সার্জ অরিয়েরও অনুশীলন করতেন। এর আগে ২০১৭ সালে ক্রিস্টিফারকে লিলে থেকে একজন যৌনকর্মীর কাছ থেকে চুরি করার দায়ে পুলিশ গ্রেফতার করেছিল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com