logo
আপডেট : ১৩ জুলাই, ২০২০ ১৮:১২
গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ


গোপালগঞ্জ শহরের অভিযান চালিয়ে সরকারি জমির ওপর গড়ে ওঠা ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে উদয়ন রোডে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘ বছর ধরে জেলা শহরের উদয়ন রোডের সরকারি জমি দখল করে দোকানঘর করে অবৈধভাবে ব্যবসা করে আসছিলো।
মানোয়ার হোসেন বলেন, উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত কাজের একটি অংশ। জেলা শহরের উদয়ন রোডে সরকারি জমি দখল করে দীর্ঘ বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ী দোকানঘর তুলে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো। তাদের বারবার বলা সত্ত্বেও সরকারি জায়গা ছেড়ে না দেয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com