logo
আপডেট : ১৩ জুলাই, ২০২০ ১৮:১৪
সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ওপরে
নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ওপরে


গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় পানি আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার দুপুর সারে ৩টায় পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে ২২ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ৩২ সেন্টিমিটার।
তিনি আরো জানান, সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে এবং কাজিপুরে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জে যমুনার পানির পানি বৃদ্ধি আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com