logo
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ০৯:৫২
করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ৬০ হাজার আক্রান্ত

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ৬০ হাজার আক্রান্ত


অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবশেষ চব্বিশ ঘণ্টায়ও প্রায় ৬০ হাজার নতুন আক্রান্ত দেখেছে দেশটি। তবে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমতির দিকে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা) চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫৯ হাজার ২২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তাতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৩ লাখ ৬০ হাজারের বেশি; যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।
তবে এই সময়ে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক কমেছে, ৪১১ জন। তাতে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। মৃতের বৈশ্বিক তালিকাতেও আগে থেকেই শীর্ষে দেশটি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com