logo
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ১২:২২
ইউরোপের সর্বোচ্চ পর্বতের বরফ গলে মিললো ভারতীয় পত্রিকা

ইউরোপের সর্বোচ্চ পর্বতের বরফ গলে মিললো ভারতীয় পত্রিকা


অনলাইন ডেস্ক
ইউরোপের সর্বোচ্চ পর্বত আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ ফ্রান্সের মঁ ব্লাঁ-র কাছে বেশকিছু ভারতীয় সংবাপত্র পাওয়া গেছে। ১৯৬৬ সালের ২০ থেকে ২৪ জানুয়ারি আছড়ে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান ‘কাঞ্চনজঙ্ঘা’। ভয়াবহ ওই বিমান দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ গিয়েছিল আরও ১৭৬ জনের। সম্প্রতি পাওয়া খবরের কাগজগুলিতে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর নির্বাচিত হওয়ার খবর প্রমাণ দিচ্ছে, এ সব ছিল ১৯৬৬-র দুর্ঘটনাগ্রস্ত ওই কাঞ্চনজঙ্ঘা বিমানেই। বলা হয়, এয়ার ট্রাফিকের সিগন্যাল বোঝার ভুলেই দুর্ঘটনা। তবে এর পিছে সিআইএর হাত ছিল বলেও সন্দেহ ভারতের। একাধিক সংবাদ সংস্থার দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার ফুট উচ্চতায় চ্যামোনিক্স স্কিয়িং হাবের কাছাকাছি একটি ক্যাফে-রেস্তরাঁর মালিক তিমোথি মতিন গত সপ্তাহেই এ সব উদ্ধার করেন। আল্পসের বরফ গলায় এমনিই কাগজগুলি তার নজরে আসে। যে হিমবাহতে ‘কাঞ্চনজঙ্ঘা’ আছড়ে পড়েছিল,  সেখান থেকে মতিনের ক্যাফে ৪৫ মিনিটের হাঁটাপথ। ক্যাফে-মালিকের কথায়, প্রায় ছ’দশক পরে হাতে পাওয়া কাগজগুলো ভাল করে শুকানো হচ্ছে। কিছু দিন সবার দেখার জন্য আমার ক্যাফেতেই রাখব। পরে হয়তো কোনও জাদুঘরে দিয়ে দেব।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com