logo
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ১৬:২৪
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা নন্দইল গ্রামের বাঁশ ঝাড়ের পাশের একটি কলা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সোহাগ হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সোহাগ নন্দইল গ্রামের মৃত আমিন হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যার আগে সোহাগ তার বাড়ি থেকে গবাদিপশুর ঘাস কাটতে মাঠে যায়। অনেক রাত হলেও সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। খোঁজ না পেয়ে এক পর্যায়ে স্থানীয় মসজিদের মাইকেও সোহাগের সন্ধান চেয়ে মাইকিং করা হয়।
পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের বাঁশ ঝাড় সংলগ্ন একটি কলা গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান জানান, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com