logo
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ১৬:২৭
‘ব্রিটেনে মেধা ভিত্তিক অভিবাসনে অগ্রাধিকার’
অনলাইন ডেস্ক

‘ব্রিটেনে মেধা ভিত্তিক অভিবাসনে অগ্রাধিকার’



ব্রিটেনে মেধা ভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। মেট্রো নিউজ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, ব্রিটেন তার অভিবাসন নীতি পরিবর্তন করছে। নতুন এই নীতির আওতায় বন্ধ করা হবে অবাধ অভিবাসন এবং মেধা ভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেয়া হবে। নতুন এই নীতি ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর ক্ষেত্রেও কার্যকর হবে।
বন্ধ করা হবে বিদেশি অপরাধীদের ব্রিটেনে প্রবেশ। যে সব বিদেশীরা ১ বছর বা তার বেশি কারাদন্ড ভোগ করেছেন তাদের ব্রিটেনে প্রবেশের সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এরপর থেকে যারা ব্রিটেনে বাস করতে এবং কাজ করতে চান তাদের ভিসার জন্য আবেদন করতে ৭০ পয়েন্ট অর্জন করা লাগবে।
এই পয়েন্টগুলোর মধ্যে থাকবে ইংরেজি ভাষার দক্ষতা, প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির প্রস্তাব এবং নূন্যতম বেতন। স্বাস্থ্যখাতে কর্মীদের জন্য আলাদা ভিসা রাখা হবে এবং যে সব শিক্ষার্থীরা ব্রিটেনে ৪ বছরের শিক্ষা জীবন সমাপ্ত করেছেন তারা আরও ২ বছর ব্রিটেনে থাকার অনুমতি পাবেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com