logo
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ১৬:৩০
আলিয়া ভাট ও তার বোনকে ধর্ষণের হুমকি

আলিয়া ভাট ও তার বোনকে ধর্ষণের হুমকি

 
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় নড়েচড়ে বসে বলিউড। নেপোটিজম ইস্যুকে কেন্দ্র করে বইতে থাকে তুমুল সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রোশের মুখে পড়েছেন বলিউডের প্রথম সারির তারকারা।
ওয়ার অভিযোগ থেকে মহেশ ভাটের সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতা, সবটাই আলোচিত ও সমালোচিত। তাই রোশ থেকে বাদ পড়লেন না আলিয়া ভাট ও তাঁর বোন শাহিন ভাট।
মূলত শাহিনের সোশাল মিডিয়া অ্যাকাউন্টেই আসছে একের পর এক খুন ও ধর্ষনের হুমকি। এবার সেই স্ক্রিনশট শেয়ার করেই আইনি পথে চলার হুঁশিয়ারি দিলেন মহেশ কন্যা শাহিন।
সোশাল মিডিয়ায় তিনি আর কোন অপ্রীতিকর মেসেজ পেলে প্রথমেই সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনবেন এবং তাঁর বিরুদ্ধে রিপোর্ট করবেন বলে জানান শাহিন। তিনি লেখেন, ”আইনি মাধ্যমেই আমি এগোব, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।”

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com