logo
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ১৮:১৪
সিলেটে করোনায় মৃতের লাশ দাফন করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক

সিলেটে করোনায় মৃতের লাশ দাফন করল পুলিশ


সিলেটে করোনায় মারা যাওয়া এক বৃদ্ধের লাশের দাফন করেছে পুলিশ। পরিবারের লোকজনদের উপস্থিতিতে মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে ইস্কন্দর আলী (৬৫) নামের ওই বৃদ্ধের লাশ দাফন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইস্কন্দর আলী সিলেটের গোয়াইনাঘাট উপজেলার জাফলংয়ের পশ্চির লাখেরপাড়ের মৃত মোবারক আলীর ছেলে। তিনি ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন পূর্বে তিনি চিকিৎসার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনা শনাক্তকরণ পরীক্ষায় গত রবিবার তিনি আক্রান্ত হিসেবে শনাক্ত হন। পরে গত সোমবার দিনগত রাত ১০টার দিকে মারা যান।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, মঙ্গলবার পশ্চিম লাখেরপাড় জামে মসজিদে ইস্কন্দর আলীর জানাজা সম্পন্ন হয়। এসআই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিরাপত্তা সুরক্ষাসামগ্রী পরিধান করে হয় জানাজা। পরে বেলা সোয়া ২টার দিকে পরিবারের লোকদের উপস্থিতিতে গোয়াইনঘাট থানা পুলিশ দাফন কাজ সম্পন্ন করে। তিনি বলেন, ‘পুলিশের এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com