logo
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ১৯:১৯
বরিশালে চুরির ঘটনায় তিন আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

বরিশালে চুরির ঘটনায় তিন আসামি গ্রেফতার


বরিশালে চুরি মামলার ৩ আসামিকে চোরাই মুঠোফোনসহ গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ জুলাই রাতে তাদের গ্রেফতার করে নগরীর বিমান বন্দর থানা পুলিশ। 
মঙ্গলবার বিএমপি’র উপ-কমিশনার (উত্তর) খাইরুল আলম জানান, গত ১৪ জুন গভীর রাতে এয়ারপোর্ট থানার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা কাজী নুরুল ইসলামের ঘরের সিধ কেটে অজ্ঞাতনামা চোর মুঠোফোন, স্বর্ণালংকার এবং নগদ অর্থ চুরি করে। এ ঘটনায় পরদিন এয়ারপোর্ট থানায় চুরির মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ১৩ জুলাই রাতে পুলিশ অভিযুক্ত তিন চোর গ্রেফতার করে। তাদের কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃতরা হলো মো. মারুফ, মো. আনোয়ার ও রঞ্জিত। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এর আগে তারা চুরির অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com