logo
আপডেট : ১৫ জুলাই, ২০২০ ১৫:৪৩
করোনায় বিশ্বে ধূমপান ছেড়েছেন ১০ লাখ মানুষ

করোনায় বিশ্বে ধূমপান ছেড়েছেন ১০ লাখ মানুষ


অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতিতে বিশ্বব্যাপী ১০ লাখ মানুষ ধূমপান ছেড়েছেন। করোনায় চার মাসে যারা ধূমপান ছেড়েছেন তাদের মধ্যে ৪১ শতাংশই করোনার কারণে ছেড়েছেন। 
অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত এক হিসেবে দেখা যায়, এ বছরই সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে।
ব্রিটিশ সরকার বলছে, কোভিড-১৯ এর উপসর্গ বাড়তে পারে ধূমপানে। কোভিড-১৯ মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে ফুসফুসের। বলতে গেলে করোনা অনেকটা ফুসফুস সংক্রামক ভাইরাস। একইভাবে ধূমপানও ফুসফুসের মারাত্মক ক্ষতি হতে পারে এ বিবেচনায় ধূমপান ছাড়ার প্রবণতা বৃদ্ধি পায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com