logo
আপডেট : ১৫ জুলাই, ২০২০ ১৮:০০
দিনাজপুরে সীমান্তবর্তী এলাকায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে সীমান্তবর্তী এলাকায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহায়তায় বিজিবি দিনাজপুর সেক্টরের ব্যবস্থাপনায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দিনাজপুর সদর উপজেলার সুন্দরা বিওপি ক্যাম্প এলাকায় সীমান্তবর্তী ২ শতাধিক অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জহিরুল হক। 
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শরিফুল্লাহ আবেদ, কোম্পানী কমান্ডার, বিওপি কমান্ডার, আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমসহ সুন্দরা বিওপি’র কোম্পানী কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com