logo
আপডেট : ১৬ জুলাই, ২০২০ ১৭:২৪
ঈদে তিন দিন ছুটি পাবেন পোশাক শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক

ঈদে তিন দিন ছুটি পাবেন পোশাক শ্রমিকরা


আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের মতো তিন দিনের ছুটি পাবেন পোশাক শ্রমিকরা। তারাও স্টেশন ত্যাগ করতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভায় এসব সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পোশাক কারখানার মালিক, শ্রমিকপক্ষের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com