logo
আপডেট : ১৬ জুলাই, ২০২০ ১৭:৩৪
করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান
নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান


রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা 
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেবে জাপান। এ লক্ষ্যে ১০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে দেশটি। আজ বৃহস্পতিবার ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোট বিনিময় করেছেন। সে অনুযায়ী আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দেবে জাপান।
করোনাভাইরাস মোকাবিলায় এই অর্থ থেকে সিটি স্ক্যানার, এক্স-রে মেশিনসহ হাসপাতালের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হবে।করোনাভাইরাস প্রতিরোধে জাপান বাংলাদেশকে জরুরিভাবে ১২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এরইমধ্যে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com