logo
আপডেট : ১৬ জুলাই, ২০২০ ১৮:০৫
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বৃক্ষ রোপণ
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বৃক্ষ রোপণ


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এ উপলক্ষে সারা দেশের ন্যায় নোয়াখালীতেও বৃহস্পতিবার দুপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ 

জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে মুজিব চত্বরে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম। 
এ সময় উপস্থিত ছিলেন বিপুল কৃষ্ণ দাস, নোয়াখালী উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী অফিসার, রেঞ্জ কর্মকর্তা, সদর, নোয়াখালীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com