logo
আপডেট : ১৬ জুলাই, ২০২০ ১৮:২০
চট্টগ্রামে ২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ র‌্যাবের হাতে আটক ৩
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ র‌্যাবের হাতে আটক ৩


চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক তিনজন হলো- জামাল হোসেন (৩৪), মো. আলামিন (৩০) ও মো. সাদ্দাম হোসেন (৩০)। 

বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি  জানানো হয়। এ সময় চোরাই ফার্নেস অয়েল বহনকারী দুইটি ট্যাংক লরিও আটক করা হয়।   
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘বিদেশ থেকে চোরাইপথে আনা ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। চোরাই ফার্নেস অয়েল বহনকারী দুইটি ট্যাংক লরিও আটক করা হয়েছে। দুইটি ট্যাংক লরি থেকে মোট ২০ হাজার লিটার ফার্নেস অয়েল আটক করা হয়েছে। আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com