logo
আপডেট : ১৭ জুলাই, ২০২০ ১৮:২৪
নব্য জেএমবি’র নারী শাখার সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

নব্য জেএমবি’র নারী শাখার সদস্য গ্রেফতার

রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে নব্য জেএমবি’র (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার অন্যতম এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতের নাম- আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ (২৫)।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বাংলাদেশের জন্ম নিবন্ধন সার্টিফিকেট, একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আয়েশাকে আজ শুক্রবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com