logo
আপডেট : ১৮ জুলাই, ২০২০ ১৬:১৯
নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তী লুইস আর নেই

নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তী লুইস আর নেই

অনলাইন ডেস্ক
নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তীতূল্য ব্যক্তিত্ব মার্কিন নেতা জন রবার্ট লুইস আর নেই। ছয় মাস ক্যান্সারের সঙ্গে লড়ে পরাজয় বরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে মহান নেতাদের একজনকে হারিয়ে আমেরিকা শোকাহত। 
১৯৬৩ সালে ওয়াশিংটনে মার্টিন লুথার কিং যে সম্মেলনে ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণ দেন, তার ছয় আয়োজকের একজন ছিলেন এই লুইস। ওই সম্মেলনে লুইসও বক্তব্য দেন। বক্তাদের মধ্যে এতদিন শুধু তিনিই বেঁচে ছিলেন।
গত ডিসেম্বরে লুইস নিজেই জানান তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত। কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অধিকার প্রতিষ্ঠায় লুইস আজীবন কাজ করে গেছেন। এই কাজ করতে গিয়ে তিনি শ্বেতাঙ্গ পুলিশের হাতে একবার নির্মম নির্যাতনের শিকার হন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com