logo
আপডেট : ১৮ জুলাই, ২০২০ ১৮:৪৮
সিরাজগঞ্জের পুলিশ সুপার করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের পুলিশ সুপার করোনায় আক্রান্ত


সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। ডাক্তারি পরীক্ষার পজিটিভ হয়ে শুক্রবার রাতে বিষয়টি তিনি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ক’দিন আগে তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হন। দ্রুত আরোগ্য লাভ করতে আল্লাহর নিকট সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এস.এম হুমাযুন কবীর জানান, চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, পোষ্টাল স্টাফ, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবিসহ জেলায় এ পর্যন্ত ১ হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ১০ ব্যক্তি মারাও গেছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com