logo
আপডেট : ১৮ জুলাই, ২০২০ ২১:০০
যুদ্ধের প্রস্তুতি নিশ্চিতে সামরিক মহড়ার নির্দেশ পুতিনের

যুদ্ধের প্রস্তুতি নিশ্চিতে সামরিক মহড়ার নির্দেশ পুতিনের

অনলাইন ডেস্ক
যুদ্ধের প্রস্তুতি নিশ্চিতে সেনাবাহিনীকে বড় আকারে সামরিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে শুক্রবারই এই মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়। খবর আল জাজিরার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে সুরক্ষা নিশ্চিত করতে পুতিন দেড় লাখ সেনা সদস্য এবং কয়েকশ বিমান ও নৌযান নিয়ে মহড়া চালাতে বলেছেন।
প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌ, বিমান ও স্থলবাহিনী অংশগ্রহণ করছে। রাশিয়ার যুদ্ধের প্রস্তুতির সক্ষমতা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয় বলে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এক বিবৃতিতে জানিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com