logo
আপডেট : ১৯ জুলাই, ২০২০ ০০:০০
অক্টোবরে প্রিমিয়ার লিগে দর্শক ফিরবে: বৃটিশ প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

অক্টোবরে প্রিমিয়ার লিগে দর্শক ফিরবে: বৃটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়েই দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ফুটবল মাঠে গড়ালেও সেখানে কোন দর্শকের উপস্থিতি ছিল না। এদিকে ২০২০-২১ মৌসুম শুরু হলে ইংলিশ প্রিমিয়ার লিগে দর্শক ফেরার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, অক্টোবরে স্টেডিয়ামগুলোতে ইংলিশ সমর্থকদের ফেরানোর লক্ষ্য স্থির করেছেন।
জনসন বলেছেন, 'আগামী ১ আগস্ট থেকে কিছু কিছু ক্ষেত্রে জনসমাগমের অনুমতির বিষয়টি নিয়ে বিবেচনা করছি। এর মধ্যে স্টেডিয়ামও রয়েছে। তবে অক্টোবরে পুরোপুরি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।'
চলতি মৌসুমে বেশিরভাগ দলেরই আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ২৪ জুলাই এ সংক্রান্ত সভায় তারিখটি চূড়ান্ত হবে।
এর আগে বৃহস্পতিবার ইতালিয়ান ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাডাফোরা সেপ্টেম্বরে স্টেডিয়ামগুলোতে দর্শক প্রবেশের অনুমতির ব্যপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যদিও স্প্যানিশ স্বাস্থ্যমন্ত্রী সান্তিয়াগো ইলা বর্তমান পরিস্থিতির নিরিখে দর্শকদের উপস্থিতি নিয়ে এখনো শঙ্কায় রয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com