logo
আপডেট : ১৯ জুলাই, ২০২০ ১২:১৫
‘এ বছর চাকরি হারাতে পারে ২৫ কোটি মানুষ’

‘এ বছর চাকরি হারাতে পারে ২৫ কোটি মানুষ’

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস মহামারীর প্রভাবে চলতি বছর বিশ্বব্যাপী ২৫ কোটি মানুষ চাকরি হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ। খবর বিবিসির।
ব্রাড স্মিথ বলেন, চাকরির ক্ষেত্রে বিশ্ব এক বিস্ময়কর চ্যালেঞ্জের মুখে। লাখ লাখ মানুষকে চাকরি পেতে, এমনকি যে চাকরি আছে তার সঙ্গে তাল মেলাতে নতুন দক্ষতা অর্জন করতে হবে। কারণ, অর্থনীতির ডিজিটালাইজেশন ব্যাপক গতিতে এগিয়ে চলছে।
চলতি বছর বিশ্বব্যাপী আড়াই কোটি মানুষকে দক্ষতা ও প্রশিক্ষণ দেওয়ার একটি পরিকল্পনা সম্প্রতি ঘোষণা করেছে মাইক্রোসফট। পরিকল্পনা অনুযায়ী মানুষকে প্রশিক্ষণ, দক্ষতা, সার্টিফিকেশন, এমনকি চাকরি খুঁজে পেতে সহায়তা করবে মাইক্রোসফট। মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইনের সহায়তায় এটি করা হবে।
ব্রাড স্মিথ মনে করেন, অনেক দেশে অনেক কাজ ডিজিটাল পুনর্নির্মাণের আওতার বাইরে থাকবে। তিনি বলেন, ‘এটি সত্য যে, কাজের প্রকৃতি বিশ্বজুড়ে এক নয়। সব কাজ বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে ডিজিটালাইজড করা যায় না। আমরা এমন বিশ্বে বাস করি, যেখানে ইন্টারনেট সেবার সমতা নেই। আমরা যদি এটি নিয়ে কিছু না করি, তবে অন্য সব অসমতাগুলো আরও বেড়ে যাবে। যা নিয়ে আমরা সবাই চিন্তিত। মাইক্রোসফট যদি আড়াই কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে, তবে আমরা ভাবব, আমরা আমাদের কাজটি করতে পেরেছি।’
মাইক্রোসফট তাদের কর্মসূচিতে অলাভজনক সংস্থাগুলোকে তাদের সেবা বিনামূল্যে ব্যবহারের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার অনুদান দেবে। 
স্মিথ আরও বলেন, করোনার আগে শক্তিশালী মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো এখন দুর্বল হয়ে গেছে। মাত্র ২০ শতাংশ মান ধরে রেখেছে তারা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com