logo
আপডেট : ১৯ জুলাই, ২০২০ ১৬:২৬
বরিশালে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক

বরিশালে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক


বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রাম থেকে দেড় কেজি গাঁজাসহ বিক্রেতা ফারুক আহমেদ সেন্টু সরদারকে আটক করেছে পুলিশ। এ সময় পালিয়ে যায় সেন্টুর সহযোগী।
রোববার সকালে এ ঘটনায় থানার এসআই সুশান্ত কুমার বাদী হয়ে মামলা দায়ের করেন। দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সেন্টু উপজেলার অশোকসেন গ্রামের হারুন অর রশিদ সরদারের ছেলে।
থানার ওসি আফজাল হোসেন জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার অশোকসেন গ্রামের করম আলী সরদারের বাড়ির পুকুরপাড়ে মাদক কেনাবেচার গোপন খবরে অভিযান চালানো হয়। অভিযান টেরে পেয়ে সেখানে অবস্থান করা দুই মাদক বিক্রেতা পালানোর চেষ্টাকালে সেন্টু সরদারকে একটি ব্যাগসহ আটক করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৬শ' গ্রাম গাঁজা উদ্ধার করলেও সেন্টুর অপর সহযোগী পালিয়ে যায়।
মামলার তদন্তকারী অফিসার এসআই আব্বাস উদ্দিন জানান, আটককৃত সেন্টুকে আদালতে প্রেরণ করলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com