logo
আপডেট : ১৯ জুলাই, ২০২০ ১৬:৪৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেফতার ৮
নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেফতার ৮


খুলনার দাকোপ কালাবগি সুন্দরবন এলাকায় বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এসময় চারটি ডিঙ্গি নৌকা, ১২০০ ফুট মাছ ধরার জাল, চার বোতল কীটনাশক ও কীটনাশক দিয়ে মারা বিপুল পরিমাণ মাছ উদ্ধার করা হয়। 
রবিবার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ (বিপিএম) এ তথ্য জানান। 
গ্রেফতারকৃতরা হচ্ছেন- তুহিন মীর (৩২), সোহরাব সানা (৪০), দীপক সরকার (৫০), তপন সরকার ওরফে নুছুল (৩৪), নিশীত মন্ডল (৩২), অলোক সরকার (৩৩), সেলিম শেখ (২৭), মিরাজ মল্লিক (৫০)। তাদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাজিউল আমিন বাদী হয়ে দাকোপ থানায় বন আইনে মামলা দায়ের করেন। 
জানা যায়, সুন্দরবন এলাকার ভদ্রা নদীর খালে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকারের খবর পেয়ে শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, সুন্দরবনের অভ্যন্তরে প্রাকৃতিক সম্পদ বিনষ্টকারী ও ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ ভূমিকা থাকবে। যারা এ সমস্ত কাজে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com