logo
আপডেট : ১৯ জুলাই, ২০২০ ১৭:১৭
চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট


চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় নীতিমালা বাস্তবায়নে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১০ আগস্টের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বন ও পরিবেশ সচিবকে নির্দেশ  দেওয়া হয়েছে। ১২ অগাস্ট পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। পরিবেশ বিশেষজ্ঞ ড. আনিকা আলী এবং মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাউছারের এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
এর আগে গত ১২ জুলাই এ বিষয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু এ বিষয়ে আইনগত পদক্ষেপ না নেওয়ায় ১৪ জুলাই রিট আবেদন করা হয়। রিটে পরিবেশ ও বন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক, বন ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, ঢাকার দুই সিটি মেয়রসহ দেশের সকল সিটি কর্পোরেশনের  মেয়রকে বিবাদী করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com