logo
আপডেট : ১৯ জুলাই, ২০২০ ১৮:১৬
উপসর্গ থাকায় চিকিৎসা না পেয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক

উপসর্গ থাকায় চিকিৎসা না পেয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু!


নাটোরে করোনার উপসর্গ থাকায় চিকিৎসা না পেয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত আব্বাস আলী গাজী (৭৮) সদর উপজেলার আগদিঘা কাটাখালি গ্রামের বাসিন্দা।
রোববার ১৯ জুলাই দুপুরে শহরের সদর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের ছেলে অভিযোগ করে বলেন, গেল দুই বছর থেকে বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন। রাতে শ্বাসকষ্ট বেশি হলে তাকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা আমার বাবাকে ভর্তি করেননি। পরে সততা ক্লিনিকে নিয়ে এলে অনেকগুলো টেষ্ট করানো হয়। টেষ্ট করার পর বাবাকে আবার সদরে পাঠান। সেখানে নিয়ে গেলে ডাক্তার ভর্তি নেননি। আবার সততা ক্লিনিকে নিয়ে এলে বাবা মারা যান।
মৃতের নাতি অভিযোগ করে বলেন, আমার নানা একজন মুক্তিযোদ্ধা। বিনা চিকিৎসায় নানার মৃত্যু মেনে নিতে পারছি না।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোর -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। তিনি কোন প্রকার অনিয়ম হলে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তাৎক্ষণিক সংস্লিষ্টদের নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, এটা দুক্ষজনক ঘটনা। আমার জানার পরে বিষয়টা নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছি। কোন অবহেলা থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com