তিস্তার বন্যায় রংপুরের গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়নে একটি সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম বিপাকে পড়েছে ওই ইউনিয়নের মানুষ। গত মঙ্গলবার সেতুর সংযোগ সড়কটি বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে যায়। এর ফলে মর্ণেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া, তালপট্টি, কামদেব ও শেখপাড়া এলাকার প্রায় সাত হাজার মানুষ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েছে।
মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দেক আলী আজাদ জানান, গুরুত্বপূর্ণ এ সড়কটি ভেঙে যাওয়ায় দ্রুত এর সংস্কারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাধ্য হয়ে দুর্ভোগের শিকার মানুষজন স্থানীয়ভাবে নিজস্ব উদ্যোগে ক্ষতিগ্রস্ত সেতুর সংযোগ সড়কটির সংস্কার করার উদ্যোগ নিয়েছে।
এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী হাসানুল্লাহ জানান, গঙ্গাচড়ার অধিকাংশ সড়ক বালু মাটি দিয়ে তৈরি। সামান্য বৃষ্টি আর বন্যার পানিতে সড়ক ভেঙে যায়। তবে ওই সেতুর সংযোগ সড়কটির দ্রুত সংস্কারের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের যোগাযোগ করা হয়েছে বলে তিনি জানান।